সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : পাবনার আব্দুল জলিলসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ওয়ারেছ (৪৫)। গ্রেপ্তার এড়াতে পালিয়ে আছে দীর্ঘ ২৩ বছর ধরে। তবে দীর্ঘ সময় আত্মগোপনে থেকেও রক্ষা মেলেনি তার। ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব ৪ এর একটি টিম।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সিপিসি-৩ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
এ সময় তিনি বলেন, আসামী ওয়ারেছ পাবনা জেলার সর্বহারা দলের শীর্ষ নেতা ছিল। পাবনা জেলার অন্যান্য সর্বহারা দলের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ারেছ এর সর্বহারা দলের বিরোধ চলছিলো।
উক্ত বিরোধকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ৮ই আগষ্ট ওয়ারেছ স্বদলবলে পাবনা জেলার আটঘরিয়া থানার সর্বহারা দল আব্দুল জলিল গ্রুপের সাথে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্রে সুসজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং জলিল গ্রুপের গ্রুপ লিডার আব্দুল জলিলকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।
উক্ত চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পাবনা জেলার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত হত্যা মামলার মোট ১৩ জন আসামীর মধ্যে মোঃ ওয়ারেছ অন্যতম প্রধান আসামী ছিলেন।
একই জেলার সাথিয়া থানার চাঞ্চল্যকর দিপু হত্যার এজাহার নামীয় পলাতক আসামীও ওয়ারেছ। উক্ত পলাতক আসামী নিজ পরিচয় গোপন করে দীর্ঘদিন সাভার এলাকায় দুধের ছানা সাপ্লাই এর কাজ করতে থাকেন।
অতঃপর সে কৌশলে বিদেশ পালিয়ে যায় এবং দীর্ঘদিন বিদেশে থেকে সাভারে অবস্থানরত নিজ স্ত্রী,সন্তানের কাছে ফিরে এসে হাইস গাড়ীর ড্রাইভার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।
এভাবে সে দীর্ঘ ২৩ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থেকে একধিক অপরাধের সাথে জড়িত ছিলো। উক্ত পলাতক সর্বহারা দলের শীর্ষ নেতা এবং চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে ঢাকা জেলার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিকে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।