আন্তর্জাতিক ডেস্ক : উড়ার কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় ইঞ্জিন। এমন অবস্থায় অসীম সাহস আর দক্ষতায় ২৩৩ জন যাত্রীসহ ভুট্টাক্ষেতের মধ্যেই বিশাল বিমানটি জরুরি অবতরণ করালেন পাইলট দামির ইউসুপভ।
বৃহস্পতিবার সকালে ২৩৩ জন যাত্রী নিয়ে মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়ার উদ্দেশে উড়াল দিয়েছিল এয়ারলাইন্সের বিমান এয়ারবাস-৩২১। ওড়ার কয়েক মুহূর্ত পরই এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ার ফেডারেল এয়ার ট্র্যান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে খবর সিএনএনের।
খবরে বলা হয়, বিমানটি ওড়ার পরই এক ঝাঁক সামুদ্রিক পাখি বিমানের সামনে চলে আসে। সেগুলোর ধাক্কায় কার্যত বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। কাজ করছিল না ল্যান্ডিং গিয়ারও। ফলে বিমানবন্দরে ফিরে অবতরণ করাও সম্ভব ছিল না।
এমন অবস্থায় বিমানবন্দরের দক্ষিণ-পশ্চিমে একটি ভুট্টাক্ষেতেই বিমান নামাতে বাধ্য হন পাইলট।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনায় ২৩ জন যাত্রী আহত হয়েছেন।
https://youtu.be/b8pe0e0pUP8
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.