Advertisement
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান ও অন্যান্য কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় মোট ১,৮১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলভার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানান, মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,২৫৩ জন এবং অন্যান্য ঘটনায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে পুলিশের হাতে একটি বিদেশি রিভলভার ও একটি বার্মিজ চাকু জব্দ হয়। এ অভিযান দেশের বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।