আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২ বার রকেট হামলা হয়েছে। এ সময় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়। এতে শত শত মানুষ ‘বোমা শেল্টারে’ আশ্রয় নেয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। এরপর বৃহস্পতিবার বিকালে আবারও একই ধরনের হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামাস এই হামলা চালিয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা দুটি চালানো হয়। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী একটি হামলার কথা স্বীকার করেছে। আর বৃহস্পতিবার সাইরেন বাজানো সম্পর্কে তারা বলছে, রকেট হামলার কারণে এটি বাজানো হয়নি। তবে কী কারণে বাজানো হয়েছে সে সম্পর্কেও কিছু জানায়নি তারা।
এর আগে বৃহস্পতিবার সকালে ইসরায়েলের পরমাণু স্থাপনার কাছে বিস্ফোরকভর্তি বেলুন হামলা চালানো হয়। কে বা কারা ওই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এই হামলায়ও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একপাক্ষিক’ মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার কারণে আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বাড়ছে হামলার ঘটনাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।