Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজারে।
একদিনের হিসাবে রেকর্ড এক লাখ ১৬ হাজার মানুষের শরীরে মিলেছে সংক্রামক ভাইরাসটির উপস্থিতি। সবমিলিয়ে আক্রান্ত প্রায় ৬৪ লাখ ৮৬ হাজার। যুক্তরাষ্ট্রে দু’দিন পর বেড়েছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় এ সংখ্যা ১১শ’র বেশি। চলমান বিক্ষোভে দেশটিতে ভয়াবহ আকারে সংক্রমণ ছড়াবে- এমন আশঙ্কা চিকিৎসকদের। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১৯ লাখ।
ব্রাজিলেও বেড়েছে মৃত্যু, ১২শ’র বেশি মানুষ মারা গেছে একদিনে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩১ হাজারের বেশি। গেলো ১৩ দিনের মধ্যে আবারও শতাধিক মৃত্যু হয়েছে ফ্রান্স।
এদিকে, ইউরোপের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়েছে জার্মানি। ইরানে একদিনে আরও ৩ হাজার কোভিড নাইনটিন রোগী শনাক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।