জুমবাংলা ডেস্ক: শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৮২০ জন আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর ইউএনবি’র।
সংস্থার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া নিয়মিত আপডেটে জানা যায়, ৮২১ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৭২৩ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৭৬ জন।
গত ১ নভেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে সারা দেশে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।