অর্থনীতি ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৮০টি দেশ জরুরি সহায়তা চেয়েছিলো।দেশগুলোর মধ্যে দারিদ্র এবং ঝুঁকির তীব্রতা বিবেচনা করে ২৫ দেশকে ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। দেশগুলোর পক্ষ থেকে সহায়তার আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি সোমবার (১৩ এপ্রিল) এই সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
আইএমএফের করোনা মোকাবিলা ঋণ সহায়তাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে – আফগানিস্তান, বেনিন, বুরকিনা ফাসো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, কমোরোস, কঙ্গো, গাম্বিয়া, গায়ানা, গিনি, হাইতি, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউয়ি, মালি, মোজাম্বিক, নেপাল, নাইজার, রুয়ান্ডা, সাও টমে, সিয়েরা লিওন, সলোমন আইল্যান্ড, তাজাকিস্তান, টোগো এবং ইয়েমেন।
এ ব্যাপারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ট্রাস্টের মাধ্যমে প্রাপ্ত ৫০০ মিলিয়ন ডলার এই ২৫ দেশের মধ্যে বণ্টন কর দেওয়া হবে। এই দরিদ্র এবং স্বাস্থ্যসেবায় ঝুঁকিপূর্ণ দেশগুলো এই ঋণ সহায়তা নভেল করোনাভাইরাস মোকাবিলার বিভিন্ন জরুরি খাতে ব্যবহার করতে পারবে।
এছাড়াও বৈশ্বিক মহামারিতে মানবিকক বিপর্যয়ের কথা চিন্তা করে তিনি দাতাগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করে বলেন – এই বিপর্যয় মোকাবিলায় তাদের একান্ত সহযোগিতা কামনা করে আইএমএফ।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত বিশ্বে মোট ১৯ লাখ ৩০ হাজার ২৭২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৮১৫ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন চার লাখ ৫৩ হাজার ৩১৬ জন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel