Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলায় নগদ ২৫ লাখ টাকা ও ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজারকুল ইউনিয়নের নারকেল বাগান এলাকায় অভিযান চালিয়ে সামিরা বেগম (২৫) নামের ওই নারীকে আটক করা হয়।
সামিরা ওই এলাকার মোহাম্মদ জয়নালের স্ত্রী। তিনি বর্তমানে দুবাই প্রবাসী। এ ঘটনায় একই এলাকার আবদুর রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরীন (২৫) পালিয়ে গেছেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে মাটির গর্তে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নগদ ২৫ লাখ টাকাও পাওয়া যায়।
এ বিষয়ে পলাতক দুজনসহ আটক নারীকে আসামি করে রামু থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



