সামনে আসছে রমজান মাস। সে উপলক্ষে ঢাকায় যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি না পায় সে বিষয়ে মনোযোগী রয়েছে বাংলাদেশ সরকার। বিশেষ করে কমমূল্যে ডিম, মাংস ও মাছ বিক্রি করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সুলভ মূল্যে এ ধরনের পণ্য বিক্রি করার জন্য ২৫টি স্থান রাজধানীর মধ্যে নির্ধারণ করা হয়েছে। এমন ২৫টি স্থান সিলেক্ট করা হবে যেখানে জুলাই বিপ্লবের সময় মানুষের অনেক বেশি অংশগ্রহণ ছিল। এ সক্রিয় স্থানগুলি সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে।
দুপুরে এক সংবাদ ব্রিফিং এর আয়োজন করে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেখানে সাংবাদিকদের সাথে কথা বললেন উপদেষ্টা ফরিদা আখতার। তখন তিনি শুধু কম মূল্যে খাদ্যপণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেন। উপদেষ্টা ফরিদা আখতার জানান যে, এ কার্যক্রম প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময় খাসির মাংস, গরুর মাংস, দুধ, ডিম ও মুরগি কম দামে বিক্রি করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা। উপদেষ্টা ফরিদা আখতার জানান, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিদিন ডিম ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার ২ হাজার কেজি, গরুর মাংস ২০০০-২৫০০ কেজি বিক্রির লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।