জুমবাংলা ডেস্ক: ২৬ দিন বন্ধ থাকার পর সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) খুলেছে। খবর ইউএনবি’র।
প্রথম দিন সকাল থেকে হাজারও শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সীতাকুণ্ডের কুমিরাস্থ ক্যাম্পাস।
এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের মূল পয়েন্টে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী বলেন, ২৬ দিন বন্ধ থাকার পর ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
উল্লেখ, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র্যাগিং, ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইআইইউসি বন্ধ ঘোষণা করা হয়। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করে।
এর মধ্যে আইআইইউসি শিক্ষার্থী ছাত্রলীগ নেতা উচো অং মারমা ও মো. অনিক ইসলামকে স্থায়ী বহিষ্কার করা হয়।
এছাড়া মো. মশিউর রহমান ও ওমর ফারুক তুহিনকে দুবছরের জন্য, হাসান হাবীব মুরাদ, রবিউল হোসেন রনি ও মো. শফিউল আলমকে এক বছরের জন্য এবং এফজাজুল হক অমি, আবদুল্লাহ আল তাশরীফ ও আবদুল্লাহ আল নাঈমকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্যাম্পাস খোলা হলেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আইআইইউসি কৃর্তপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।