বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২৬ দিনের চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে নাসার ওরিয়ান ক্যাপসুল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী জেনারেশনের এই মহাকাশ ক্যাপসুলটি চন্দ্র মিশনের জন্য পাঠানোর হয়।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে পতিত হয়। রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯.৪০ মিনিটে এটি পতিত হয়। অবশ্য পতিত হওয়ার আগে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলের গতি কমিয়ে আনা হয়। এটি অবতরণের সময় সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কড়াকড়িভাবে অনুসরণ করা হয়।
২০২৪ এবং ২০২৫-২৬ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সেখানে থেকে কীভাবে মানুষে পৃথিবীতে ফিরবে সেজন্যই এই ক্যাপসুলের পরীক্ষা চালানো হয়।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা অ্যাপোলোর বোন আর্টেমিসের নাম অনুসারে। এর আগে, ঠিক ৫০ বছর আগে অ্যাপোলো-১৭ মহাকাশ যানে করে চাঁদে মানুষ পাঠিয়েছিল।
এই বিষয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, ‘অ্যাপোলো মিশনের সময় অসম্ভবকে সম্ভব করেছিলাম। আমরা এখন আবারও সেটি করতে যাচ্ছি। তবে এবারে আমাদের উদ্দেশ্য ভিন্ন। কারণ, এবার আমরা চাঁদে যাচ্ছি—সেখানে কীভাবে বেঁচে থাকা যাবে, কাজ করা যাবে, কীভাবে নতুন কিছু সৃষ্টি করা যাবে, কীভাবে নতুন কিছু আবিষ্কার করা যাবে সেটি নিয়ে আকমরা কাজ করব। আমাদের নতুন পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে যাবে। তবে আরও কিছুটা দেরি হতেও পারে।’
সূত্র: বিবিসি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel