জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ২৭ কেজি ওজনের একটি পোয়া মাছ ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির চাহিদা বেশি থাকায় গতকাল শনিবার (২১ আগস্ট) রাতে কক্সবাজার আড়তে থেকে সিরাজ নামে এক ব্যবসায়ী ৫ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এফভি জোমান নামের ট্রলারের মালিক শাহ আলম বলেন, শুক্রবার সকালে কয়েকজন জেলে আমার ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। শনিবার জাল তুলতে গেলে অন্য মাছের সঙ্গে ২৭ কেজি ওজনের পোয়া মাছ ধরা পরে। স্থানীদের কাছে মাছটি ‘কালো পোয়া’নামে পরিচিত। শনিবার রাতে মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ বিশ হাজার টাকায় কিনে নেন।
তিনি আরও বলেন, পোয়া মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। চলতি বছরের মার্চে এক মণ ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি নারী হওয়ায় ওজন বেশি হলেও আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকায় অন্য সব মাছের চেয়ে পোয়া মাছের দাম বেশি হয়। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা দেশ-বিদেশে বেশি থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।