জুমবাংলা ডেস্ক: দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৮শে ডিসেম্বর।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত ১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই দিন ধার্য করেন। এছাড়া সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেক মামলায় বাদি পক্ষের সাক্ষ্যগ্রহণ হয়েছে। পুনরায় ৬ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার (৭ই ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে নেয়া হয়।
২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


