স্পোর্টস ডেস্ক : সালমা খাতুনের দুর্দান্ত স্পেলে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তারপর নাহিদা আক্তারের আঘাত। প্রথম ওভারে বল হাতে নিয়ে তাহলিয়া ম্যাকগ্রাকে (৩) এলবিডব্লিউ করেন তিনি। ৪১ রানে অস্ট্রেলিয়ার ৪ ব্যাটসম্যান ফিরে গেলেন।
১২ বলে ৩ উইকেট তুলে নিলেন সালমা
সালমা খাতুনের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ৩টি উইকেট তুলে নিলো বাংলাদেশ ২৬ রানের মধ্যে। বিনা উইকেটে ২২ রানে যাওয়া দলটি আর চার রান যোগ করতেই হারালো তিনজনকে।
ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে অ্যালিসা হিলিকে ফেরান বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৫ রানে জাহানারা আলমের ক্যাচ হন অজি ওপেনার। নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করেন সালমা। এই স্পিনার তার পরের ওভারে তৃতীয় উইকেট পান রাচেল হেইনেসকে (৭) ফারজানা হকের ক্যাচ বানিয়ে। ১২ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিলেন সালমা।
অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ওয়েলিংটনে বৃষ্টির কারণে আগের দিন দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ১১তম ওভারের পর আর গড়ায়নি। শুক্রবারও আবহাওয়ার বিরূপ আচরণ। তাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিলের আশঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত দুই ঘণ্টা পর টস করতে নামে দুই দল এবং অস্ট্রেলিয়া জিতে ফিল্ডিং নেয়।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৬ উইকেটে ১৩৬ রানে থামায়। নারী ওয়ানডে বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক জয় পেতে এই অল্প পুঁজি প্রতিহত করতে হবে বাংলাদেশি বোলারদের।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারের। যেখানে বাংলাদেশ চার উইকেট হাতে রেখে ইনিংস শেষ করেছে।
বিনা উইকেটে ৩৩ রান করেছিল বাংলাদেশ। নবম ওভারে মুর্শিদা খাতুন ১২ রানে ফিরে যেতেই ধস নামে ব্যাটিংয়ে। আর ১৪.৩ ওভার যেতেই স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬২ রান। ২৯ রানের ব্যবধানে চার ব্যাটসম্যানের বিদায়ের পর রুমানা আহমেদকে (১৫) নিয়ে লতা মন্ডল ৩৩ রান যোগ করেন।
এরপর সালমা খাতুনের সঙ্গে ষষ্ঠ উইকেটে লতা আরো ৩৬ রান যোগ করে দলীয় স্কোর ১৩০ এর ওপরে নিয়ে যান। শেষ ওভারে ৩৩ রানে আউট হন তিনি। সালমা ১৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের দ্বিতীয় সেরা ২৪ রান করেন ওপেনার শারমীন আখতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।