প্রতীক মুস্তাফিজ : নতুন করদাতা খুঁজে বের করতে তিন কোটি ৪৮ লক্ষ নাগরিক নিয়ে অনুসন্ধান করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাদের বিষয়ে অনুসন্ধান করা হবে তারা সকলেই আবাসিক বিদ্যুৎ ব্যবহারকারী। এসব বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে করযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠান রয়েছে কি না মূলত তাই নিয়ে অনুসন্ধান করবে এনবিআর। রাষ্ট্রীয় এ সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এ
অনুসন্ধানে কমপক্ষে এক থেকে দেড় কোটি করদাতা পাওয়া যাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘বিদ্যুৎ বিল পরিশোধকালে টিআইএন যাচাই ব্যবস্থার মাধ্যমে করদাতা শনাক্তকরণ মডিউল প্রবর্তন এবং একই মডিউলের মাধ্যমে বিদ্যুৎ কর্তৃপক্ষের ডেটাবেজের সঙ্গে সংযুক্তি স্থাপন-সংক্রান্ত কার্যাদি সম্পাদনের জন্য একটি প্রকল্প’ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান প্রকল্পটি অনুমোদন দিয়েছে। প্রকল্পের কার্যক্রম সূচারূপে সম্পাদনের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন উর্দ্ধতন কর্মকর্তা জুমবাংলাকে বলেন, ‘কর দেয়ার যোগ্য অথচ যারা প্রতিনিয়ত কর ফাঁকি দিচ্ছে তাদের খুঁজে বের করার জন্যই মূলত এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৮ লক্ষ নাগরিকের আর্থিক সম্পদের অনুসন্ধান করা হবে। আমরা আশা করছি এর মধ্য থেকে এক থেকে দেড় কোটি করদাতা বের করে আনা যাবে।’
এনবিআর সূত্রে আরও গেছে, কোনো ব্যক্তি-প্রতিষ্ঠান বিদ্যুৎ ব্যবহার করে তার ডেটাবেজ বিদ্যুৎ বিভাগের কাছে রয়েছে। সেই ডেটাবেজের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর তথ্য নিতে চায় এনবিআর। যাতে ই-টিআইএন যাচাই করে নতুন করদাতাকে করজালের আওতায় আনা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।