বিনোদন ডেস্ক : ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ছবিটির প্রচারণায় টানা তিন দিন প্রেক্ষাগৃহে যাওয়ার কথা ছিল তাঁর। পরিচালক দেবাশীষ বিশ্বাস ও ছবির নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে তেমন পরিকল্পনাই করেছিলেন অপু। কিন্তু পশ্চিমবঙ্গের স্টেজ শো-তে পারফর্ম করার প্রস্তাব পেয়ে না করতে পারেননি অপু। ১১ ফেব্রুয়ারিতেই কলকাতার বিমান ধরেন অপু।
পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে সারাবছরই চলে এসব শো। শীতের মৌসুমে একটু বেশিই জমে ওঠে। এসব স্টেজ শো-তে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর বেশ কদর, নুসরাত ফারিয়া ও অপু বিশ্বাস তাঁদের অন্যতম।
এবার অপু গিয়েছিলেন কলকাতার একটি শো-তে অংশ নিতে, যাওয়ার পর তাঁকে অংশ নিতে হয়েছে তিনটি শোতে। শুক্রবার কলকাতার একটি মঞ্চে নেচেছেন, গেয়েছেন। পরদিনই গেলেন চব্বিশ পরগনার শো-তে নিতে। আজ (মঙ্গলবার) তিনি অংশ নেবেন বশিরহাটের আরেকটি শো-তে।
পশ্চিমবঙ্গ থেকে মুঠোফোনে অপু বলেন, “আমার আরো কয়েকটি শো করার প্রস্তাব আছে। তবে দেশে ফিরে যেতে হবে। কারণ শুক্রবার বগুড়ায় যাব। সেখানে পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে বসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখার কথা। তাছাড়া নতুন আরো দুটি ছবির প্রস্তাব আছে, সেগুলোও চূড়ান্ত করতে চাই।”
টালিগঞ্জের নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ‘সঙ্গে করে কয়েকটা পাণ্ডুলিপি নিয়ে যাবো ঢাকায়। পড়ে দেখব, ভালো লাগলে ফের কলকাতাতে কাজ করব। ’
উল্লেখ্য, এর আগে নচিকেতা চক্রবর্তীর গল্প অবলম্বনে সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’-এ অভিনয় করেছেন অপু। এটিই টালিগঞ্জে অপুর প্রথম ছবি। তাঁর সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি এখনো মুক্তি পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।