Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৩ বছরেও ‘গাফিলতিতে’ হয়নি সেতু নির্মাণ
    জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

    ৩ বছরেও ‘গাফিলতিতে’ হয়নি সেতু নির্মাণ

    জুমবাংলা নিউজ ডেস্কAugust 29, 2019Updated:August 29, 20193 Mins Read
    Advertisement

    আলমগীর সিদ্দিকী, ইউএনবি: কর্তৃপক্ষের ‘গাফিলতির’ কারণে তিন বছরেও শেষ হয়নি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ঘাটে নবগঙ্গা নদীর ওপর ১৭৫ মিটির দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ।

    ২০১৬ সালের এপ্রিল মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। আর ২০১৭ সালের ২২ অক্টোবর কাজ শেষের মেয়াদ ছিল। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অধীনে দেড় বছরের কাজ গত তিন বছরেও সম্পন্ন করা যায়নি। এতে উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না।

    এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতির জন্য এমন অবস্থা তৈরি হয়েছে। এলজিইডি জুন মাসের অগ্রগতির প্রতিবেদন অনুয়ায়ী, সেতুটির ৮৫ ভাগ কাজ হয়েছে।

       

    এলজিইডি সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদীর উত্তরে গন্ডব এবং দক্ষিণে বাহিরপাড়া গ্রাম। গন্ডব ঘাটে সেতুটি হচ্ছে। ১৭৫ মিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ পিসি গার্ডার এই সেতুটি নির্মাণে বরাদ্দ হয়েছে ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান পিপিএল-এনএকে। ঠিকাদারের নাম নায়েব আলী খান। বাড়ি গোপলগঞ্জের কাশিয়ানীতে

    সরেজমিনে দেখা গেছে, সেতুটিতে ৮-৯ জন শ্রমিক কাজ করছেন। ঢালাই দিতে একটি স্লাবের রড বাঁধছে তারা। উভয় পাশের সংযোগ সড়ক এখনো নির্মাণ হয়নি। রেলিংয়ের অধিকাংশ কাজ বাকি।

    সেতুর দায়িত্বপ্রাপ্ত এলজিইডির লোহাগড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, সেতুটিতে ১৫টি গার্ডারের ওপর পাঁচটি স্লাব ঢালাই হবে। শেষ গার্ডারের ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ঠিকাদার কাজ অব্যাহতভাবে না করায় দেরি হচ্ছে। আগামী ডিসেম্বরে শেষ করার চেষ্টা চলছে।

    এদিকে স্থানীয়দের অভিযোগ, নদীর ওপর এতো বড় সেতু হচ্ছে, অথচ শুরু থেকেই কাজ যেন নিষ্প্রাণ। মাঝে চার-ছয় মাস একদমই কাজ হয়নি। এরপর একটু হয়ে আবার বন্ধ থাকে। এ নিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট মহলে জানিয়ে কোনো লাভ হয়নি। এ অবস্থায় এলাকার অন্তত এক লাখ মানুষকে নড়াইল যেতে ঘুরে ২৯ কিলোমটিার পথ পাড়ি দিতে হয়। লোহাগড়া যেতে ১৩ কিলোমিটার অতিক্রম করতে হয়। অথচ সেতুটি হলে নড়াইলে যেতে ১৫ ও লোহাগড়ার ৭ কিলোমিটার পাড়ি দিতে হবে।

    স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণ হলে উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। উপজেলার সর্ববৃহৎ ২টি বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত সময়ে বাজারজাত করতে পারবে। এলাকার সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে স্বপ্নের এই সেতু নির্মাণ শুরু করেছে এলজিইডি বিভাগ। সেতুর ৩ কিলোমিটার উত্তর পাশে রয়েছে লোহাগড়ার বৃহৎ বাণিজ্যিক বাজার মানিকগঞ্জ। আর সেতুর ৩ কিলোমিটার দক্ষিণে উপজেলার সবচেয়ে বড় এ্যাড়েন্দা হাট অবস্থিত। দীর্ঘদিনের পুরাতন এই হাটে আসার জন্য উপজেলার ৫টি ইউনিয়নের মানুষকে সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

    গন্ডব গ্রামের বাসিন্দা লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক কবীর হোসেন জানান, নবগঙ্গা নদী কাশিপুর ইউনিয়নকে উপজেলা থেকে বিভক্ত করেছে। নদীর উত্তরপাড়ে এই ইউনিয়নের বড় দুটি গ্রাম গন্ডব ও চালিঘাট। নদী পার হয়ে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি কার্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। এই এলাকার লোকজনের নদীর দক্ষিণ পাড়ে অনেক ফসলি জমি রয়েছে। এছাড়া সেতুটি চালু হলে কাশিপুর ও জয়পুর ইউনিয়নের একাংশ এবং শালনগর, নোয়াগ্রাম ও লাহুড়িয়া ইউনিয়নের ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ সবারই দুর্ভোগ লাঘব হবে।

    মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী কিবরিয়া বলেন, তারা প্রতিনিয়ত মানিকগঞ্জ বাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে এ্যড়েন্দা হাটে যান। কিন্তু গন্ডব এলাকায় সেতু না থাকায় তাদেরকে ১৩ কিলোমিটার পথ ঘুরে লোহাগড়া হয়ে এ্যড়েন্দা যেতে হয়। এতে তাদের পরিবহন খরচ অনেক বেড়ে যায়। দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি জানিয়েছে উপজেলার ব্যবসায়ীরা।

    এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নূর ইসলাম শরীফ বলেন, বর্ষায় কাজ বন্ধ রাখতে হয়েছে বলে দেরি হচ্ছে। কাজটি কবে নাগাদ শেষ করা যাবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

    তবে স্থানীয় ও শ্রমিকেরা বলছেন, এ নদী উত্তাল নয়, খোঁড়া যুক্তি ঠিকাদার পক্ষের। মূলত ঠিকাদার মালামাল ঠিকমত সরবরাহ না করায় দেরি হচ্ছে।

    নড়াইল জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার বলেন, স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে এখানে সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। অল্পদিনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করেন তিনি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Army

    ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

    November 3, 2025
    Dhormo

    এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর : ধর্ম উপদেষ্টা

    November 3, 2025
    একুশে বইমেলা

    এবারের একুশে বইমেলা কবে, যা জানা গেল

    November 2, 2025
    সর্বশেষ খবর
    Army

    ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

    Dhormo

    এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর : ধর্ম উপদেষ্টা

    একুশে বইমেলা

    এবারের একুশে বইমেলা কবে, যা জানা গেল

    DR Yunus

    প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় ড. ইউনূস

    ভিসা বাহরাইন

    বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করবে বাহরাইন!

    লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

    নভেম্বরে তিনটি লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

    পে স্কেল

    নতুন পে স্কেল বাস্তবায়ন হলে চাপ বাড়বে যেসব খাতে

    প্রাথমিক শিক্ষার্থীরা বই

    বছরের শুরুতেই প্রাথমিক শিক্ষার্থীরা বই পাবেন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

    পাসপোর্ট

    যেভাবে মাত্র ৭ দিনে হাতে পাবেন পাসপোর্ট

    প্রবাসী ভোটার নিবন্ধন

    ১১ দেশের ২১ স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে: ইসি সচিব

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.