জুমবাংলা ডেস্ক : সাভারে খেলার সময় জামেলা (৩) নামের এক কন্যা শিশুকে তুলে নিয়ে গেছে বোরকা পরা নারী। এঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেছে চুরি হওয়া শিশুর মা শিলা বেগম।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল। এর আগে গতকাল বুধবার সাভারের থানা রোড এলাকায় জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী।
চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার নানী ও মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।
ভুক্তভোগী শিলা বেগম বলেন, প্রায় ৪ বছর ধরে আমার স্বামী আমাকে ভরণপোষণ দেয় না। আমি ১০ বছর আগে রাজবাড়ী থেকে সাভারে আসি। এখানেই স্বামীসহ থাকতাম। স্বামী আমাকে রেখে চলে গেছে। আমি মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। গতকাল আমি কাজে গেলে দুপুর ১২ টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এসময় একজন বোরকা পরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। গতকাল থেকে খোঁজা-খুঁজির পর না পেয়ে আজ থানায় মামলা দায়ের করি।
মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরকা পরিহিত নারী রাস্তায় শিশুটিকে পাওয়া মাত্র তাকে কোলে তুলে নিয়ে চলে যায়।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।