জুমবাংলা ডেস্ক: পানিতে ফুলে-ফেঁপে উঠেছে হাওর। আশ্রয় নিতে নৌকায় করে তিন ভাই-বোন গ্রামে আসার পথে তাদের মৃত্যু হয়েছে। রবিবার (০২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রাহিম মিয়া (৩)।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য মহিনুর রহমান বলেন, ‘আমাদের গ্রামের পশ্চিমে ছোট হাওরের মধ্যে হতদরিদ্র সোহেল মিয়া অন্যের জায়গায় খুপরি ঘর করে বসবাস করে। সকালে তার বসতঘরে পানি ছুঁই ছুঁই করে দেখে বাড়ি থেকে বাইরে স্ত্রীকে নিয়ে আসে আশ্রয়ের খোঁজে। বাড়িতে রেখে আসে বড় ছেলে নাঈম, মেয়ে তন্নি, তান্নি ও ছোট ছেলে রাহিম মিয়াকে। ঘরে পানি উঠে গেলে একটি হাতে বাওয়া ভাঙা নৌকায় তন্নি তার বোন তান্নি ও ভাই রাহিম মিয়াকে নিয়ে মূল গ্রামে আসার জন্য রওনা দেয়।
কিছুক্ষণ আসার পরই নৌকাটি ডুবে তিনজনই মারা যায়।’
এ অবস্থা দেখে বাড়ি থেকে সাঁতরে এসে গ্রামের মানুষকে জানায় ভাই নাঈম মিয়া। পরে গ্রামবাসী হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।
হতদরিদ্র পরিবারের সোহেল মিয়া অন্যের জমিতে নিচু এলাকায় একটি খুপরি ঘর করে বসবাস করত। আজ ঘরে পানি উঠে গেলে তার দুই মেয়ে ও এক ছেলে গ্রামে উঠতে এসে মারা গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। প্রশাসনও তাদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।