জুমবাংলা ডেস্ক: জাতীয় আইনগত সহায়তা সংস্থায় চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ৪ হাজার ১৩৭ জনকে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা প্রদান করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট ২৯ হাজার ১শ’ ১০ জন অসহায় বিচার প্রার্থীকে সরকারী খরচায় আইনী সেবা প্রদান করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে ৬৪ টি জেলা লিগ্যাল এইড অফিসে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা নিয়েছেন ৪ হাজার ৩৯ জন। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এ ৯৮ জন বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা নিয়েছেন।
দেশের দরিদ্র ও অস্বচ্ছল জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনী সেবা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের মধ্য দিয়ে সরকারী খরচায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু করে। পরে এই আইনের অধীনে বিভিন্ন বিধি প্রণীত হয়। বিধিতে কারা আইনী সহায়তা পাবেন তা নির্ধারণ করা হয়। দেশের সব ক’টি জেলা আদালত, চৌকি আদালত এবং সুপ্রিমকোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনী সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।