জুমবাংলা ডেস্ক : ৩০ ডিসেম্বর ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করতে চায় দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমাবেশের কথা জানান।
রিজভী বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।
তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দুই জায়গার যে কোনো এক জায়গায় আমরা সমাবেশ করব।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.