আধুনিক পর্যবেক্ষণ আকাশে গ্যালাক্সিদের বিতরণ সম্পর্কে কী বলছে? ৩০ বছর ধরে জ্যোতির্বিদেরা হাজার হাজার গ্যালাক্সির অবস্থান নির্ধারণ করেছেন। সেটা করতে গিয়ে তাঁরা আবিষ্কার করেছেন, মহাবিশ্বে গ্যালাক্সিরা সমসত্ত্বভাবে বিতরিত নয়। গ্যালাক্সিরা মহাকর্ষ শক্তির মাধ্যমে এসে অপরের কাছে আসে ঠিকই, কিন্তু তারা সমানভাবে ছড়ানো থাকে না, তারা সৃষ্টি করে বিশাল সুপারক্লাস্টার, যা কিনা অতিকায় গ্যালাক্সি দল। অনেক সময় তারা সৃষ্টি করে মহাকাশের বিরাট জায়গাজুড়ে ফিলামেন্ট-সুতোর মতো বক্ররেখা, অথবা কাগজের মতো দ্বিমাত্রিক তল। এর এই বিশালকায় গঠনগুলোর মাঝে থাকে শূন্যস্থান।
CfA2 দেয়াল
আমার মনে পড়ে, আমি যখন পিএইচডি করছিলাম, তখন জ্যোতির্বিদ মারগারেট গেলার ও জন হুকরা প্রথম বড় স্কেলের মহাবিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন। সময়টা ছিল ১৯৮৯। এই মানচিত্রে একটি বিরাট গঠন দেখা যায়, যাকে CfA2 দেয়াল বলে অভিহিত করা হয় (ছবি ১)। অনেকে এটা নৃত্যরত মানুষ (dancing man) বলেও অভিহিত করেন। প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্যের ও ৩০০ মিলিয়ন আলোকবর্ষ প্রস্থের এই গঠনটি কিছুদিন আগেও আমাদের জানা মহাবিশ্বের সবচেয়ে বড় গঠন বলে বিবেচিত হতো।
স্লোন গ্যালাক্সি দেয়াল
এর ১৪ বছর পরে Sloan Digital Sky Survey (SDSS) অবলম্বনে রিচার্ড গট, মারিও জুরিক ও তাঁদের সহকর্মীরা আবিষ্কার করলেন—আমাদের থেকে প্রায় ১ বিলিয়ন আলোকবর্ষ দূরে—CfA2 দেয়াল থেকে প্রায় তিন গুণ দৈর্ঘ্যের একটি দেয়াল, যার নাম দেওয়া হলো স্লোন বিশাল দেয়াল। এখানে স্লোন ও CfA2 দেয়াল দুটোকেই একই ছবিতে দেখানো হলো (ছবি ১)। তবে এ ধরনের গ্যালাক্সি-দেয়াল পারস্পরিক মহাকর্ষীয় শক্তি দ্বারা সৃষ্ট নাকি বিগব্যাংয়ের পরপরই যে প্রাকৃতিক পরিস্থিতি ছিল, সেটার ফল এখনো নির্ধারিত হয়নি।
BOSS গ্যালাক্সি দেয়াল
আরও একটি বড় গ্যালাক্সি সমষ্টি ২০১৬ সালে SDSS-এর নতুন তথ্য থেকে জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছেন। যেহেতু এটি Baryon Spectroscopy Oscillation Survey (BOSS) নামে একটি নতুন বর্ণালি বিশ্লেষক যন্ত্র ব্যবহার করে পাওয়া গেছে, সে জন্য এই গঠনটির নাম দেওয়া হয়েছে BOSS দেয়াল। প্রায় ১ বিলিয়ন × ৮০০ মিলিয়ন × ৫০০ মিলিয়ন আলোকবর্ষজুড়ে চারটি বড় অতিকায় গ্যালাক্সি দলের ৮৩০টি গ্যালাক্সি নিয়ে এটি SDSS-এর তথ্য থেকে পাওয়া সবচেয়ে বড় গঠন (ছবি ২)। তবে ওই সব গ্যালাক্সি একে অপরের সঙ্গে মহাকর্ষ শক্তি দিয়ে যুক্ত হয়ে এই বিরাট গঠন সৃষ্টি করেছে কি না, সেটা এখনো পরিষ্কার নয়।
লানিয়াকেয়া সুপারক্লাস্টার
এবার আমাদের নিকটবর্তী এলাকার একটি অতিকায় গঠন নিয়ে আলোচনা করি। আমাদের গ্যালাক্সির ব্যাস হলো এক লাখ আলোকবর্ষ। আমাদের গ্যালাক্সি (ছায়াপথ) স্থানীয় গ্যালাক্সি সমষ্টির সদস্য। স্থানীয় গ্যালাক্সি সমষ্টি আবার ভার্গো বা কন্যা গ্যালাক্সি দলের সদস্য। কন্যা গ্যালাক্সি দলের মতো আরও অনেক গ্যালাক্সি দল মিলে সৃষ্টি করেছে এক অতিকায় সুপারক্লাস্টার, যার ব্যাস হলো ৫২০ মিলিয়ন আলোকবর্ষ।
এই বিশাল এলাকাকে জ্যোতির্বিদেরা নাম দিয়েছেন লানিয়াকেয়া সুপারক্লাস্টার (ছবি ৩)। লানিয়াকেয়া নামটি এসেছে হাওয়াই দ্বীপের ভাষা থেকে। সেই ভাষায় লানি অর্থ হলো আকাশ, আর আকেয়া অর্থ হলো গণনার বাইরে। লানিয়াকেয়ার গ্যালাক্সিরা যে মহাকর্ষের বশে এই গঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে সন্দেহ নেই, কারণ সদস্য গ্যালাক্সিদের সুপারক্লাস্টারের কেন্দ্রের দিকে গতিবেগ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।