৩০ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন সালমান-আমির!
বিনোদন ডেস্ক: সালমান খান এবং আমির খান অভিনীত ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হিসেবে বিবেচিত হয়। আর হবে নাই বা কেন! দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ হয়েছিল সিনেমাপ্রেমীদের।
১৯৯৪ সালে রিলিজ হয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমা সেই বছরের অন্যতম জনপ্রিয় এবং সেরা ছবি ছিল। আমির-সালমানের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মাঝে প্রায় ৩০ বছর কেটে গেলেও ‘আন্দাজ আপনা আপনা’ জনপ্রিয়তা দর্শকমহলে এখনো অটুট রয়েছে।
তবে অনেকদিন থেকেই বলিপাড়ায় আলোচনা চলছিল আবারো দুজনকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। এতদিনে সত্যি হতে চলেছে সেই জল্পনা। প্রায় তিন দশক পরে জুটি বাঁধছেন আমির খান ও সালমান খান।
স্প্যানিশ ড্রামা ‘ক্যামপিওনেস’-এর গল্প অবলম্বনে চিত্রনাট্য ভেবেছেন আমির খান। সেই ছবিতে মুখ্য চরিত্রের জন্য সালমান খানকে চান মিস্টার পারফেকশনিস্ট। গত বছরটা বিশেষ ভালো কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে সফল হয়নি ‘লাল সিংহ চাড্ডা’। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবি মন ভরাতে পারেনি দর্শক ও সমালোচকের। ‘লাল সিংহ চাড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের ছিলেন আমির খান। সম্প্রতি ফিরেছেন চর্চায়।
পরের ছবি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন। ছবি নিয়ে ইতিমধ্যেই সালমানের সঙ্গে কথাও বলেছেন তিনি। ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে তার। প্রাথমিকভাবে ছবির জন্য সায়ও দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হয়ে যাবে ছবির কাজ। নিজের জন্মদিন ১৪ মার্চ ছবির ঘোষণা করতে চান আমির। তার পরে জুন মাস থেকেই শুটিং শুরু করতে আগ্রহী দুই তারকাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।