আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জয়পুরের একটি বাজার থেকে পছন্দের একটি গহনা কিনে প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। চেরিশ নামের ওই নারী রাজস্থানের জয়পুরের জোহরি বাজারের একটি দোকান থেকে সোনার পলিশসহ একটি রূপার গয়না কিনেছিলেন। জয়পুরের পুলিশ জানিয়েছে, ৩০০ রুপি মূল্যের কৃত্রিম ওই গহনাটি ৬ কোটি রুপিতে কিনেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনীতে গহনাটি প্রদর্শন করা হলে তা জাল বলে প্রমাণিত হয়। চেরিশ ভারতে এসে দোকানের মালিক গৌরব সোনির সঙ্গে যোগাযোগ করেন।
তবে তার এমন অভিযোগ খারিজ করে দেন দোকান মালিক। পরে মার্কিন ওই নারী জয়পুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মার্কিন দূতাবাসের কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি। তারা জয়পুর পুলিশকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে।
পুলিশকে চেরিশ জানিয়েছেন, ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে গৌরব সোনির সঙ্গে পরিচয় হয় তার। গত দুই বছরে কৃত্রিম এই গহনাটির জন্য মার্কিন ওই নারী ৬ কোটি রুপি পরিশোধ করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনি দুজনেই পলাতক। তাদের সন্ধানে কাজ করছে পুলিশ।
দুই ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করার কথা জানিয়েছেন এক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।