জুমবাংলা ডেস্ক : টানা দুই দিনের শীতল দমকা বাতাসের সাথে জেঁকে বসেছে শীত। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল/ সুবিধাবঞ্চিত শিশুদেরকে। নিদারুণ কষ্টে কাটছে এইসব শিশুদের দিনরাত। জুম বাংলাদেশ স্কুলের সহযোগিতায় রাজধানীর ৩০০ ছিন্নমূল শিশুর গাঁয়ে উঠলো শীতের নতুন জ্যাকেট।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিঁকাচার মেলা মিলনায়তনে ছিন্নমূল শিশুদের নিয়ে জুম বাংলাদেশ স্কুল : শীত উৎসব ২০১৯ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব, জুম বাংলাদেশ স্কুলের প্রধান পৃষ্টপোষাক আতাহার আলী খান ভিটা, স্কুলের প্রধান উপদেষ্টা খালেদ হুসাইন, আলোকিত বাংলাদেশের সাংবাদিক মিজানুর রহমান(মিজান রহমান), উপদেষ্টা আকতারুজ্জামান রকি ও সমাজের গণ্যমার্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জুম বাংলাদেশ স্কুলের সভাপতি রুহুল আমিন সেলিম।
জুম বাংলাদেশ স্কুলের সভাপতি রুহুল আমিন সেলিম বলেন, সমাজে কিছু ভাল কাজের উদ্যোগ নিলে তা কখনই অসম্পূর্ণ থাকে না। যার একটি উদাহরণ জুম বাংলাদেশ স্কুল। কয়েকজন ব্যক্তির উদ্যোগে গড়ে ওঠা স্কুলে ছাত্র-ছাত্রী দিন দিন বাড়ছে। তাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়েও কাজ করা হচ্ছে। শীতের পোশাক বিতরণ ছাড়াও শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস, ফলের মৌসুমে ফল উৎসব করা হয়েছে। ঈদের সময় তাদেরকে নতুন পোষাক দেওয়া হয়। ভাল কাজে সহযোগিতার জন্য সমাজের সামর্থবান সকলের প্রতি তিনি আহ্বান জানান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এসটি শাহীন বলেন, এর আগের বছরগুলোতে শীতে আমরা স্কুলের সব শিশুকে কম্বল দিয়েছিলাম। তবে এবার একটু ব্যতিক্রম চিন্তা করছি আমরা। আসলে কম্বল দিয়ে এই শিশুদের শীত নিবারণ করা সম্ভব না। কম্বল কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। আর কম্বলের প্রয়োজন শুধু ঘুমানোর সময়। বাকি সময় তাদের কাটে প্রচন্ড শীতে নিদারুণ কষ্টে।
তিনি বলেন, এ শীতে মূলত শীত নিবারণের জন্য প্রয়োজন পড়ে জ্যাকেটের যা তারা সারাদিন পরে থাকতে পারে। তাই এবার শীতে আমাদের সবচেয়ে বড় টার্গেট ছিল ৩০০ শিশুকে নতুন জ্যাকেট তৈরি করে দেওয়া। আজ আমরা সফল, জুম বাংলাদেশ স্কুলের সব ছাত্রছাত্রীদের গায়ে জ্যাকেট তুলে দিতে পেরেছে। এদিকে শিশুদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত অতিথিরা সেটা উপভোগ করেন।
উল্লেখ্য রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বস্তিতে ২০১৬ সালের ১১ মার্চ মাত্র ১৩ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় ‘জুম বাংলাদেশ স্কুল’। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উদ্যোগে পরবর্তী সময়ে গড়ে তোলা হয় ‘এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এই সংগঠনের ব্যানারে বর্তমানে ৫টি শাখায় ৩০০, শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করা হচ্ছে। যার মধ্যে রয়ে ঝরেপড়া শিক্ষার্থী, মাদকাসক্ত, বস্তি ও ছিন্নমূল শিশুরা। সূত্র : আলোকিত বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।