Advertisement
জুমবাংলা ডেস্ক : জার্মানি থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিকদের বহনকারী একটি ফ্লাইট মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। তারা দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিল। কিন্তু তাদের আবেদন বাতিল হয়। এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।
বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন।
এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।
প্রসঙ্গত, এসব নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন বাতিল হয়ে যায়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.