জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ থানায় ৩৩৩-তে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ডিমলা (৫৫) নামের এক বিধবা বৃদ্ধা। করোনায় লকডাউনে কাজ না থাকায় অনাহারে দিন চলছিল তার। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপরে উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামে ডিমলার বাসায় খাদ্য সামাগ্রী পৌঁছে দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
জানা যায়, ডিমলা দুই ছোট নাতিকে নিয়ে চেকার দিয়ে তৈরি বেড়া ও উপরে টিন দেয়া একটি ঘরে বসাবাস করেন। বাড়ি দেখেই বোঝা যায় দারিদ্রতার চাপ। তিন কন্যা সন্তানের ছোট বয়সেই স্বামী মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর জীবন জীবিকার তাগিদে মাঠে ঘাটে যখন যা কাজ পান তা করে জীবনযাপন করেন ডিমলা।
এইভাবে কষ্ট করেই তিন কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন। এই বয়সে এসেও তাকে মাঠে কাজ করতে যেতে হয়। কিন্তু করোনাভাইরস সংক্রমণ বৃদ্ধির কারণে কিছুদিন ধরে কাজ পাননা ডিমলা। আবার করোনাভাইরস সংক্রমণের ভয়ে কাজ খুঁজতেও যেতে পারছেন না তিনি। এমন অবস্থায় প্রতিবেশীর বাড়ীতে টেলিভিশনে খবর দেখে খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করেন তিনি।
সেখানে নিজের কষ্টের কথা বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালকে জানান তিনি। খবর পেয়ে সরজমিনে ডিমলার বাসায় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
খাদ্য সামাগ্রী পেয়ে আঞ্চলিক ভাষায় ডিমলা বলেন, ‘কয়েকদিন ধরি খুব কষ্টত আছু। ঠিক মত চুলা জ্বালাবা পারছুনা। কয়দিন দিন ধরি কাজকাম বন্ধ আছে। কুনো কামাই নাই। এইতনে টিভিত দেখি ৩৩৩ কল দিছুনু। ওরা ফির মর কষ্টের কাথা গুলা শুনিছে। খাবার পায় মুই খুব খুশি হইছু।’
এ বিষয় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, ডিমলা ৩৩৩ ফোন দিয়ে খাদ্য সহায়তা চেয়েছিল। তার বাড়ির অবস্থা খারাপ থাকায় এবং তার বাড়িতে খাবার না থাকায় তাকে আমরা খাদ্য সহায়তা বাসায় পৌঁছে দিয়েছি। এই উপজেলায় যারা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাইবেন তাদের সবার বাড়ি গিয়ে যাচাই বাছাই করে খাদ্য সহায়তা দেয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।