জুমবাংলা ডেস্ক : বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের দাম ১০ টাকা কমিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
৪৫ টাকার পরিবর্তে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে ৩৫ টাকা দরে। আগামীকাল সোমবার থেকে নতুন এ দামে পেঁয়াজ বিক্রি শুরু হবে। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পর, খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। প্রাথমিকভাবে ঢাকায় শুরু করলেও পরবর্তীতে সারাদেশে শুরু হয় কার্যক্রম। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় শুরুতে ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করলেও, পরে ১ কেজি করে পেঁয়াজ দেয়া হয় প্রতিটি গ্রাহককে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


