
জুমবাংলা ডেস্ক: মাস ছয়েক নয়, দীর্ঘ ৫ বছর ধরে নিজ সন্তানের মতো গরুকে লালন-পালন করেছেন। শখ করে পছন্দের গরুটির নাম রেখেছেন ‘বস’। যত্ন আর ভালোাবাসার ফলে বস’র ওজন হয়েছে ৩৮ মণ। কোরবানির ঈদে গরুটি বিক্রির জন্য প্রস্তুতিও নিয়েছেন আকরাম আলী। তার বিশালাকার এই গরু দেখার জন্য এলাকার মানুষ ভিড় করছেন।
যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আকরাম আলীর বাড়ি। গরুটির রং কালো। আকরাম ও তার স্ত্রী সন্তানের মতোই লালন-পালন করেছেন বস’কে। তারা গরুটির দাম হাঁকিয়েছেন ৩৫ লাখ টাকা।
আকরাম আলী জানিয়েছেন, গত ৫ বছরে গরুটিকে খৈল, গম, ভুট্টা, ভুসি, চিটাগুড়, ভেজানো চাল, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানো হয়েছে। গরুটি ৩৫ লাখ টাকা হলে বিক্রি করব। ভালো দামে বিক্রি করতে পারলে সংসারের কিছুটা পরিবর্তন করতে হবে। বাড়িঘরের কাজ করা প্রয়োজন।
বেনাপোলের পশু ডা. মো. আব্দুল্লাহ জানিয়েছেন, প্রায় ৩ বছর গরুটিকে চিকিৎসা সেবা দিয়ে আসছি আমি। আকরাম অনেক যত্নের সঙ্গে লালন-পালন করেছে গরুটি। এবারের কোরবানি ঈদে ন্যায্য মূল্য পেলে গরুটি তিনি বিক্রি করতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



