জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা মাঝিপাড়া গ্রামের শ্রীদাম হালদারের মেয়ে অঞ্জনা রানী (২২) একই সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের দু’জন পুত্র ও দু’জন কন্যা সন্তান। এদের মধ্যে এক পুত্র সন্তান জন্মের সময় হাসপাতালে মারা যায়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে অঞ্জনার বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, প্রসুতিসহ বাকি ৩ সন্তান সুস্থ্য আছে। এ সময় ওই বাড়িতে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
অঞ্জনার মা জসেদা রানী জানান, তিন বছর আগে তার মেয়েকে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সঞ্জয় হালদারের সঙ্গে বিয়ে দেন। সন্তান সম্ভবা হলে ৫ মাস আগে বাবার বাড়িতে আনা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকুরি নিয়ে কাতার চলে যায়। গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে তাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করলে সেখানে অঞ্জনার ৪টি সন্তানের জন্ম হয়। এদের মধ্যে একজন মারা গেলে ও বাকি তিন নবজাতকের আইসিইউর প্রয়োজন হয়।
হাসপাতালটিতে আইসিইউ ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সোমবার অনেকটা সুস্থ্য হয়ে ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে ফিরেন। অঞ্জনার মা তার মেয়ের কোলজুড়ে ৩টি সন্তান আসায় সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের আর্শীবাদ কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।