স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডেতে অর্থাৎ বুধবার (১০ জুলাই) ফের মাঠে গড়িয়েছে। তবে অবশিষ্ট ২৩ বলে ব্যাটিং করতে নেমে সুবিধে করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে দলটি। ফলে জয়ের জন্য ২৪০ রানের লক্ষে ব্যাটিংয়ে নামে ভারত।
জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ২.১ ওভারে ১ উইকেটে ৫ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।