আপনি হয়তো টেক্সট থেকে ভয়েজে রুপান্তর করবে এ ধরনের কার্যকরী সফটওয়্যার খুঁজছেন। তবে অনেকেই জানে না যে অনলাইনে কোথায় ভালো মানের এ ধরনের সফটওয়্যার পাওয়া যেতে পারে। আজকের আর্টিকেলে জনপ্রিয় ও কার্যকরী চারটি টেক্সট টু স্পিচ টুল নিয়ে আলোচনা করা হবে।
টেক্সট টু ভয়েস অনলাইন
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি এখানে যে টেক্সট ইনপুট করবেন সেটার অডিও শুনতে পারবেন। সেই অডিওর ভাষা কি হবে ভলিউম কতটুকু হবে এসব বিষয় আপনি ইমপোর্ট করতে পারবেন। ওই অডিও ফাইল আপনি পরবর্তী সময়ে ডাউনলোড করে ফেলতে পারবেন।
টেক্সট টু স্পিচ অনলাইন
এই টুলটির একটি ফিচার হচ্ছে এটি অনেক দ্রুত কাজ করতে পারে। আরো একটি ফিচার হচ্ছে এখানে কোন নির্দিষ্ট ওয়ার্ড লিমিট নেই। আপনি একটি বিশাল আর্টিকেল এখানে কপি করে বসিয়ে দিতে পারবেন। এর পর পুরো আর্টিকেলটি আপনি অডিও আকারে শুনতে পারবেন।
ন্যাচারাল রিডার
আপনি যদি ফিচারে ঠাসা কোন সফটওয়্যার চান তাহলে ন্যাচারাল রিডার টুলটি ব্যবহার করতে পারেন। এখানে অনেক ধরনের ফিচার আছে এবং আপনি অনেক ভাবে মডিফাই করতে পারেন। এখানে নানা ধরনের ভয়েস এভিলেবল আছে। আপনার যেটা ইচ্ছা সেটাই চয়েস করতে পারেন। তবে যারা ফ্রি ইউজার তারা প্রত্যেক দিন 20 মিনিট এটি ব্যবহার করতে পারবেন। ডার্কমোড ফিচার, উচ্চারণের ধরন, স্ক্রল ইত্যাদি নানা ধরনের ফিচার এখানে অন্তর্ভুক্ত করা আছে।
টেক্সট ফ্রম টু স্পিচ
প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা বাদে আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ ফিচার পেতে চান তাহলে এই টুলটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। ভয়েসের পিচ এবং ভলিউম আপনি এখানে সেটআপ করে দিতে পারবেন। এরপর পুরো অডিওকে আপনি একটি ফাইলে রূপান্তর করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।