জুমবাংলা ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে ৬ মাস বহিষ্কার এবং ১৯ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ধূমপানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এসএম ধ্রব গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্টসহ ১০ জন আহত হয়। পরবর্তীতে রাত ২টায় সবাইকে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, দীর্ঘ ২ মাস তদন্তের পর বিভিন্ন তথ্য, উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে আজকে রিজেন্ট বোর্ডের মিটিংয়ে ৪১ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো.মমিনুল হক বলেন, আগামী সোমবার (১১ নভেম্বর) ৪১ জনের নাম, বিভাগ, সেশনসহ বিস্তারিত নোটিশে জানিয়ে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।