জুমবাংলা ডেস্ক: ৪৩ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। শনিবার (১০ ডিসেম্বর) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো এক টুইট বার্তায় বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।
স্প্যানিশ ভাষায় করা কাফিয়েরোর ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার একটি ছবিও যুক্ত করেন।
সেই টুইটে কাফিয়েরো লিখেন, ‘গত আগস্টে আমি আব্দুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি। বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করার প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবে আর্জেন্টিনা।’
কাফিয়েরো জানান, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন জি-২০ তে অংশ নেওয়ার পর বাকিটা চূড়ান্ত করতে তিনি বাংলাদেশে সফর করবেন।
Argentina impulsará el proyecto de reapertura de la Embajada en Bangladesh 🇧🇩, cerrada desde 1978.
En agosto mantuve una reunión con mi par, Abul Kalam Abdul Momen, en la 10a. Conferencia de Revisión del Tratado de No Proliferación de Armas Nucleares de Naciones Unidas. pic.twitter.com/Y899ALwaZf
— Santiago Cafiero (@SantiagoCafiero) December 10, 2022
ধারণা করা হচ্ছে, চলতি ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির সমর্থনের কারণেই সম্ভবত দূতাবাস পুনরায় চালুর ব্যাপারটি উঠে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।