দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ৪৫ বছর আগের শাড়ি পরে হাজির হয়েছেন। এই শাড়িগুলো তার মা রেহানা মাসউদের বিয়ের শাড়ি। জয়া লিখেছেন, ‘দুটি শাড়ি—একটা বিয়ের, একটা বৌভাতের—বাবা কলকাতা থেকে কিনে এনেছিলেন। সোনার সুতোয় তৈরি এই শাড়িগুলো এখনও যেন নতুন বিবাহের গন্ধে ভরপুর।’

ছোটবেলায় দুই বোনের মধ্যে এই শাড়ি নিয়ে কাড়াকাড়ি হতো, জানিয়ে জয়া লিখেছেন, ‘আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল লাল টা। কখনও কখনও পছন্দ উল্টে পাল্টে যেত, তবে পরে বুঝেছি, এই দুটো শাড়িই আমাদের কাছে অমূল্য সম্পদ।’
জয়া আরও লিখেছেন, ‘মৌসুমী ভৌমিকের গান “কিছু ফেলতে পারি না” আমার জন্য এই অবস্থার সঙ্গে মিলে যায়। মায়ের সব পুরাতন শাড়ি, জন্মের আগে মায়ের শাড়ি, সবই আমার কাছে রয়ে গেছে। আলমারির যত্নে রাখা, ন্যাপথলিনে সংরক্ষিত—এটাই আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন।’
এই ফটোশুট সম্পর্কে তিনি বলেন, ‘হঠাৎ সুযোগ পেলাম এই দুটো শাড়ি পরার, সুন্দর করে স্টাইলিং করে ছবি তুললাম। আশা করি সকলের পছন্দ হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



