জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকার চার থানার ৪৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৫ম শ্রেণি থেকে ২৫ জন এবং ৮ম শ্রেণি থেকে ২০ জনকে ‘আবুল ফজল মোল্লা স্মৃতি বৃত্তি’ নামে এই বৃত্তি প্রদান করা হয়।
নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণির ১০০০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এতে ৫ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজের রাইয়ান সোহান এবং ৮ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের আফরোজা আক্তার লিজা। তাদের দু’জনকে একটি করে কম্পিউটার পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সায়েম শাহিন।
এতে সভাপতিত্ব করেন তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হায়দার মোল্লা।
প্রধান অতিথির বক্তৃতায় আশরাফুল ইসলাম বলেন, এ বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে।’
ফাউন্ডেশনের সভাপতি তোফাজ্জল হায়দার মোল্লা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই, যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।