বিনোদন ডেস্ক : বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় রম্য-বিদ্রুপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’। ৫০তম পর্বটি সাজানো হয়েছে জীবনের নানা আনন্দ-উৎসব উদযাপন নিয়ে। আবু হেনা রনির উপস্থাপনায় বিশেষ এ পর্বের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে হাবিব ওয়াহিদের ৫০তম জন্মদিন কীভাবে উৎসব-আনন্দে পালন করেছেন? কেন তিনি ৪৯টা প্রেম করার পর থেমে গেছেন? হাবিব ওয়াহিদের সামনেই কোনও মেয়ে এসে যদি ফেরদৌস ওয়াহিদকে বলে ‘আই লাভ ইউ’- উত্তরে কী বলবেন তিনি? এসব প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি জীবনের নানা মজার ঘটনাও বলেছেন।
অনুষ্ঠানটির প্রযোজক খায়রুল বাবুই বলেন, ‘আমাদের দেশীয় টেলিভিশনে রম্য-বিদ্রুপাত্মক নিয়মিত অনুষ্ঠান নেই বললেই চলে। কিন্তু এ ধরনের অনুষ্ঠানের প্রতি সব শ্রেণির দর্শকের আগ্রহ রয়েছে।’
আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝালের ৫০তম বিশেষ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আগামীকাল (২৪ নভেম্বর, রোববার) রাত ১১.২৫ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



