স্পোর্টস ডেস্ক : শুরুতে বড় ধরনের অনিশ্চয়তা দেখা গেলেও সময়ের প্রবাহতায় কেটে গেছে সব অনিশ্চয়তার মেঘ। এখন হ্যামস্ট্রিং ইনজুুরি ভোগাচ্ছে। আর পরিবারকেও সময় দিচ্ছেন। তবে ৪ জানুয়ারির পর বিপিএল খেলতে রাজি গেইল। সব কিছু ঠিক থাকলে তারপর তাকে নেয়া যাবে। গেইল তখন সময় দিতে পারবেন। এবং তার সাথে কথাবার্তা চূড়ান্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
সব কিছু ঠিক থাকলে বিশ্ব ক্রিকেটের এ বড় তারকা আর টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বিধ্বংসী ক্রিস গেইল আসবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে। এ খবর আগেই জানা সবার। সবাই ধরে নিয়েছেন গেইল আসবেন। অপেক্ষার প্রহর গুণছেন ভক্ত সমর্থকরা- কখন মাঠে নামবেন গেইল আর চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাঠ গরম করবেন।
সেই সব গেইল ভক্ত, চট্টগ্রাম সমর্থক আর ক্রিকেট অনুরাগীদের জন্য আছে সুখবর। এখনকার মানে সর্বশেষ খবর, সব ঠিক আছে। আগামী ৫ জানুয়ারি রোববার ঢাকা আসছেন ভয়ঙ্কর ওপেনার ও বিপিএলের সফলতম বিদেশি এই ক্যারিবীয় তারকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার জাতীয় দলের সাবেক অফস্পিনিং অলরাউন্ডার ফাহিম মুন্তাসির সুমিত আজ (মঙ্গলবার) সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফাহিম মুন্তাসির সুমিত জানান, সব ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি ঢাকা আসবেন গেইল।
প্রসঙ্গত, ৫ জানুয়ারির পর চট্টগ্রামের আরও দুটি রবিন লিগের ম্যাচ থাকবে। ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের সাথে সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম দিন মাঠে নামবেন গেইল। তারপর ১১ জানুয়ারি একই দলের বিপক্ষে দুপুর দেড়টায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও খেলবেন মারকুটে এই ওপেনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।