করোনাভাইরাস দেশের মোট ৫৯টি জেলায় ছড়িয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটি প্রাণ নিয়েছে মোট ১২৭ জনের। আক্রান্ত মোট ৪ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
৫৯ জেলায় করোনাভাইরাসের প্রকোপ দেখা গেলেও ভোলা, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ছড়াতে পারেনি। আইইডিসিআরের ওয়েবসাইটে সর্বশেষ সংশোধিত তালিকায় পাঁচটি জেলা এখন পর্যন্ত করোনামুক্ত বলে জানা গেছে।
যদিও গত বুধবার পর্যন্ত ভোলা, নাটোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকা জেলা করোনা প্রকোপ মুক্ত ছিল। আজ নাটোরে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।