পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ভারতের বাণিজ্যিক সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে চীনের গুয়াংঝু পর্যন্ত প্রথম ফ্লাইট পরিচালনা করে।
২০২০ সালে সীমান্ত সংঘাতের পর দুই দেশের ফ্লাইট বন্ধ হয়ে যায়। এবার নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উষ্ণতা ফেরার ইঙ্গিত মিলেছে।
ভারত সরকার জানায়, এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করতে সহায়ক হবে। আগামী নভেম্বরে নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দিল্লি-বেইজিং সম্পর্ক নতুনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে।
কলকাতার চায়না টাউন এলাকার সামাজিক সংগঠক চেন খোই কুই বলেন,
“এই ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের বাণিজ্য, পর্যটন ও পারিবারিক যোগাযোগ আরও জোরদার হবে।”
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



