৫ বছর সংসার করেও যে কারণে ডিভোর্স দেয়ার পরও শিহাব শাহীনকে ধন্যবাদ দিলেন মম

মম

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের পর ২০১৫ সালের ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। গোপনে বিয়ে করলেও চার বছর পরে প্রকাশ্যে আনেন এই খবর। ২০১৯ সালের ২০ নভেম্বর চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপনের কিছু ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছিলেন তারা।

বুধবার (২৮ ডিসেম্বর) হঠাৎ করেই জানা যায় ডিভোর্স হয়েছে শাহীন-মমর। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে ডিভোর্স হয়েছে তাদের।
মম
মম বলেন, আমাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন, এটা সত্য। আরও দুই বছর আগে ডিভোর্স হয়েছে আমাদের। কিন্তু আমার কোনো ভানভণিতা ভালো লাগে না। এ কারণে মনে হচ্ছে সবাই জানুক আমাদের ডিভোর্সের কথা।

এদিকে শিহাব শাহীনের সঙ্গে ডিভোর্সের এ ঘটনায় তাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেন ধন্যবাদ দিলেন তা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। এ বিষয়ে মম বলেন, আমাকে তিনি ডিভোর্স দেয়ায় ধন্যবাদ তাকে। কারণ তিনি ডিভোর্স দিয়ে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন আমায়। তার মঙ্গল কামনা করছি আমি।

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

সব রেকর্ড ভেঙে মাত্র ১২ দিনেই বিলিয়ন ডলার ক্লাবে অ্যাভাটার ২