স্পোর্টস ডেস্ক : মিরপুর স্টেডিয়াম ফাঁকা থাকায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। নতুন সূচিতে ম্যাচের পূর্বঘোষিত সময় ঠিক থাকলেও বদলে গেছে ভেন্যু।
গত ২৮ ফেব্রুয়ারি ঘোষিত সূচি অনুযায়ী, ডিপিএলের প্রথম তিন রাউন্ডের খেলা ঢাকার বাইরে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রীতি ম্যাচ দুটি স্থগিত হওয়ায় ঢাকায় আপাতত কোনো ম্যাচ নেই। তাই ঢাকা লিগ ফিরেছে ঢাকার মাঠেই।
এছাড়া আরেক জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের দলও প্রায় চূড়ান্ত হয়েছে। প্রিমিয়ার লিগে মাশরাফি ও আশরাফুল খেলবেন একই দলে- শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।
মাশরাফি ও আশরাফুলকে দীর্ঘ সময় পর একই দলে খেলতে দেখা যাবে। সর্বশেষ তাদের এক দলে দেখা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত-সমালোচিত দ্বিতীয় আসরে, সেবার দুজনই খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
দেখে নিন আশরাফুলের শেখ জামাল ক্লাবের ম্যাচ সিডিউল-
* ১৬ মার্চ শেখ জামাল বনাম খেলাঘর বিকেএসপি (৪)
* ২০ মার্চ শেখ জামাল বনাম গাজী গ্রুপ ফতুল্লা
* ২৪ মার্চ শেখ জামাল বনাম শাইনপুকুর বিকেএসপি (৪)
* ২৮ মার্চ শেখ জামাল বনাম মোহামেডান ফতুল্লা
* ৩১ মার্চ শেখ জামাল বনাম প্রাইম ব্যাংক ফতুল্লা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।