স্পোর্টস ডেস্ক: হারারে টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দল।
পঞ্চমদিনে জিম্বাবুয়ের ৭ উইকেট নেওয়ার মিশনে নেমেছিল বাংলাদেশ। অন্যদিকে ৩৩৭ রান পিছিয়ে থেকে ব্যাট হাতে নামে জিম্বাবুয়ে।
তবে এখন যে পরিস্থিতি লক্ষ্যে পৌঁছানের বদলে টিকে থেকে ড্রয়ের জন্য লড়তে হচ্ছে স্বাগতিককে।
শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে।
আজ মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত তারা।
জিম্বাবুয়ের এমন করুণ দশার জন্য দায়ী স্পিনার মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদ।
পঞ্চম দিনে দুজনেই দুটি করে উইকেট শিকার করছেন। এখন জিম্বাউয়ের টেলএন্ডাররা পরাজয় এড়াতে ব্যস্ত।
পানীয় পানের পর ৫৮ তম ওভারে জোড়া শিকার করেন মিরাজ। প্রথম বলে শর্ট মিডউইকেটে সাদমানের হাতে ধরা দেন ডিয়ন মায়ার্স। ৮৮ বলে ২৬ রানের সংগ্রামী ইনিংসের সমাপ্তি হয় তার।
ওভারের চতুর্থ বলে মারুমাকে এলডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। রানের খাতাই খুলতে পারেননি তিনি।
মিরাজের দেখাদেখি পরের ওভারেই রয় কায়াকে এলডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাসকিন। মারুমার মতো রয়ও রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন।
নিজের পরের ওভারে ফের আঘাত হানেন তাসকিন। এবার তাসকিনের শিকার চাকাভা। তিনি যোগ করতে পারেন মাত্র ১ রান।
অর্থাৎ ৪ ওভারেই ৪ উইকেট নেই, কিন্তু রান যোগ হয়েছে মাত্র ৫টি। নবম উইকেটে এখন বোলার ভিক্টর নায়াউচিকে সঙ্গে নিয়ে লড়ছেন ডোনাল্ড তিরিপানো।
এ প্রতিবেদন লেখার সময় মধ্যাহ্নবিরতি চলছে। জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৭৬ রান। জয় পেতে আরো করতে হবে ৩০১ রান।
আর বাংলাদেশের প্রয়োজন শেষ ৩ উইকেট। ৮৫ বলে ২৭ রানে হাল ধরে আছেন তিরিপানো ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।