স্পোর্টস ডেস্ক: কাগজে কলমে তারকাখচিত দল হলেও, মাঠের খেলায় এর ছিটেফোঁটাও দেখাতে পারছে না জেমকন খুলনা। পরপর তিন ম্যাচে পুরোপুরি ব্যর্থ হলো তাদের টপঅর্ডার ব্যাটিং লাইনআপ, একই পথে হেঁটেছেন আগের ম্যাচগুলোতে ভাল করা আরিফুল হক-শামীম পাটোয়ারিরা। ফলে একশর আগেই অলআউট হয়ে গেছে খুলনা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেন নাহিদুল ইসলাম, তাইজুল ইসলামরা। তাদের স্পিনঘূর্ণির সঙ্গে মোস্তাফিজের অসাধারণ বোলিংয়ে ৮৬ রানেই থেমে গেছে খুলনার ইনিংস।
খুলনার মূল হন্তারক এদিন মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভারে মাত্র ৫ রানে এই বাঁহাতি পেসারের শিকার ৪টি। ৩.৫ ওভারের স্পেলে ডট বল করেন ১৭টি। নতুন বলে অফ স্পিনে ৪ ওভারের টানা স্পেলে ১৫ রান দিয়ে নাহিদুল ইসলামের প্রাপ্তি ২ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


