জুমবাংলা ডেস্ক: ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের এক বিশেষ অফার দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। বাংলাদেশ একটি ক্যাম্পেইনের মাধ্যমে অফারগুলো চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর ইউএনবি’র।
সীমিত সময়ের এই বিশেষ অফারে, স্যামসাং ক্রেতাদের চারটি স্মার্টফোন (গ্যালাক্সি এ৩০, গ্যালাক্সি এ৫০, গ্যালাক্সি এ৮০ এবং গ্যালাক্সি নোট নাইন) ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ শতকরা ১০০ ভাগ পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা দিচ্ছে। গ্যালাক্সি এ৩০ এবং গ্যালাক্সি এ৫০ ক্রয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে সর্বনিম্ন ২০০০ টাকা, গ্যালাক্সি এ৮০ ক্রয়ের ক্ষেত্রে ১৮,০০০ টাকা এবং নোট নাইন ক্রয়ের ক্ষেত্রে ২০,০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। ক্রেতাদের পাঠানো এসএমএসের ওপর ভিত্তি করে স্বয়ংক্রীয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে ক্যাশ ব্যাকের টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।
নির্ধারিত রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা শতকরা ৫০ ভাগ পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা পাবেন। দুটি অফারই আগামী ০৪ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। ক্রেতারা পণ্য ক্রয়ের সময় শো-রুম থেকে এসএমএম পাঠানোর মাধ্যমে এই সুযোগ লাভ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।