বিনোদন ডেস্ক: সিনেমাটির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি। দুই বছর সময় নিয়ে হলো শুটিং, সম্পাদনা। প্রস্তুতি ছিলো তারও আগে থেকে। রবিবার (২ অক্টোবর) বিখ্যাত অযোধ্যা শহরে বিশাল আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয় সিনেমাটির টিজার। কিন্তু হায়! প্রকাশ্যে আসার পর প্রশংসা তো দূরের কথা, বরং ট্রলের বন্যায় ভেসে যাচ্ছে।
সিনেমার নাম ‘আদিপুরুষ’। নির্মাণ করেছেন ‘তানাজি’ খ্যাত বলিউড নির্মাতা ওম রাউত। আর এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা সাইফ আলি খান।
১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজার দেখে দর্শক বলছে, এটা সিনেমা নয়, বরং কার্টুন। এর চেয়ে টিভি পর্দার সিরিয়ালের কাজ মানসম্মত হয়। অনেকে আবার এটিকে নব্বই দশকের টিভি সিরিজ আলিফ লায়লার সঙ্গেও তুলনা করছেন।
ভারতের জনপ্রিয় সিনে সমালোচক দিকশা শর্মা কটাক্ষ করে বলেছেন, “ডিকশনারিতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট (হতাশা) শব্দের যতগুলো অর্থ আছে, সব মুছে ফেলা হোক; পরিবর্তে শুধু ‘আদিপুরুষ’ নামটি বসিয়ে দেওয়া হোক। জানতে ইচ্ছে করছে, এই কার্টুন বানাতে ৫০০ কোটি কোথায় খরচ হয়ে গেলো!”
‘আদিপুরুষ’ নির্মিত হয়েছে মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে। যেখানে ৭ হাজার বছর পূর্বে রাম তার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য রাবণের ডেরা লংকায় আক্রমণ চালিয়েছিলো। যদিও সিনেমায় রামের নাম রাঘব, সীতার নাম জানাকি (কৃতি স্যানন) ও রাবণের নাম দেওয়া হয়েছে লংকেশ।
বলতে কারও সংশয় নেই, ‘বাহুবলী’র পর প্রভাস যে খ্যাতি পেয়েছেন, সেটা ক্রমশ খাদের কিনারায় পৌঁছে যাচ্ছে। ২০১৯ সালে ‘সাহো’ এবং ২০২২ সালে ‘রাধে শ্যাম’ উপহার দিয়েছেন তিনি। কিন্তু কোনটিই দর্শককে সন্তুষ্ট করতে পারেনি। সমালোচনার দিক দিয়ে এবার ‘আদিপুরুষ’ ওই দুটি সিনেমাকেও ছাড়িয়ে গেলো।
আগামী বছরের ১২ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তবে দর্শক ও সিনে সমালোচকদের মতে, সম্পাদনায় যদি উল্লেখযোগ্য উন্নতি না আনতে পারে, তাহলে সিনেমাটির ভাগ্য মন্দ হতে চলেছে।
টিজার লিংক:
সূত্র: ইন্ডিয়া টিভি
শাকিবের খানের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা চেরি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।