বেলিজের দক্ষিণ উপকূলে কয়েকজন গবেষক বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হন। তারা এমন একটি মাছ শিকার করেন যা আকারে ছিল বিশাল। প্রথম এ তারা বুঝতে পারেননি কেনো আকারে এটি এতো বড়। আসলে এটিকে বলা হয় গ্রিনল্যান্ড হাঙ্গর যা আর্কটিক সাগরে পাওয়া যায় এবং পাঁচশত বছরেরও বেশি বয়সে জীবিত থাকতে পারে।
বিজ্ঞানীদের দল ভেবেছিল হাঙ্গরটি মৃত অবস্থায় আছে। এটি টাইগার হাঙ্গর থেকে বেশ ভিন্ন। চোখ হচ্ছে ফ্যাকাসে নীল। গায়ের রং কালো এবং চামড়া জীর্ণ। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী দেবাংশী কাসানা জানান, হাঙ্গরটি দেখতে খুবই বৃদ্ধ মনে হচ্ছে।
তিনি জানান এটি খুব আশ্চর্যজনক এবং একই সাথে বিভ্রান্তকর ছিল। যখন এটি উপকূলে এসে পৌঁছায় তারা হতভম্ব হয়ে গিয়েছিল। তিনি আরো জানান এ ধরনের আবিষ্কার সত্যিই চমক তৈরি করে। আর্কটিক সাগরে এ ধরনের আরও হাঙ্গর থাকতে পারে।
পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে এ ধরনের হাঙ্গর এর অস্তিত্ব রয়েছে। গ্রিনল্যান্ড হাঙ্গর সম্ভবত ৫০০ বছরের বেশি বয়স পর্যন্ত বাঁচতে পারে। আসলে গ্রিনল্যান্ড হাঙ্গর নিয়ে বিজ্ঞানীদের কাছে উত্তরের চেয়ে প্রশ্ন রয়েছে বেশি। এ হাঙ্গর হল দুনিয়ার সব থেকে দীর্ঘজীবী মেরুদন্ডী প্রাণী। ৫০০ বছরের বেশি সময় ধরে তাদের বাঁচার সক্ষমতা রয়েছে। তবে নির্দিষ্ট বয়স অনুমান করা খুবই কঠিন।
গ্রিনল্যান্ড হাঙ্গরের জীবন অনেক ধীর গতিতে চলে। তারা লম্বায় ২০ ফুটের বেশি হতে পারে। যৌন পরিপক্ক হতে ১০০ বছরের বেশি সময় লেগে যায়। গ্রিনল্যান্ড হাঙ্গর ঠান্ডা জল পছন্দ করে বিধায় তাদের আর্কটিক সাগরে পাওয়া যায়। সমুদ্রের হাজার হাজার ফুট দূরে জর্জিয়ায় দক্ষিণ উপকূল পর্যন্ত তাদের অস্তিত্ব রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।