৫১ বছর পর হারানো গিটার ফিরে পেলেন বিটলসের পল!

Hofner bass guitar

বিটলসের ব্যাস গিটারিস্ট পল ম্যাককার্টনি দীর্ঘ ৫১ বছর পর ফিরে পেয়েছেন তাঁর হফনার বেজ গিটার। বিটলসের প্রথম দুটি অ্যালবামে ব্যবহার করা হয়েছিল এই গিটার। হারানোর পর বিটলস ও ম্যাককার্টনির ভক্তরা একপ্রকার বিশ্ব তোলপাড় করে ফেলেছিলেন এই গিটার অনুসন্ধানে। ম্যাককার্টনির এই গিটারকে ‘বিশ্বের সবচেয়ে আইকনিক হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র’ বলা হয়। ‘দ্য লস্ট ব্যাস প্রজেক্ট’ নামের এই গিটার ১৯৬৩ সালে বিটলসের ‘শি লাভস ইউ’ ও ‘অল মাই লাভিং’ দুইটি একক গানে ব্যবহার করা হয়।Hofner bass guitar

১৯৭২ সালে অক্টোবরের দিকে ইংল্যান্ডের লন্ডন শহরে একটি ব্যান্ড অনুষ্ঠান থেকে গিটারটি চুরি হয়ে গিয়েছিল। এই দুর্দান্ত গিটারটি গত বছর ফেরত পাওয়া যায়। কিন্তু তখন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে বিটলসের পক্ষ থেকে গিটারটি ফিরে পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়।

জানানো হয় যে, হারিয়ে যাওয়া এই গিটারের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি গিটারের বেশ কয়েকটি জায়গায় সামান্য ভেঙ্গে যাওয়ার চিহ্ন রয়েছে। এই গিটারটি যখন হারিয়ে যায় তখন বিশ্বজুড়ে ঘটনাটি বেশ আলোড়ন তৈরি করেছিল।

ওই সময় ভক্তরা বেশ হতাশ হয়েছিল। তবে দীর্ঘ ৫১ বছর পর গিটারটি ফিরে পাওয়ার বিরল ঘটনায় ভক্তরা বেশ খুশি। সম্ভবত এ পুরনো গিটার কোন মঞ্চে ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে না বরং তা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হবে। তবে এ ধরনের বিরল ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি।

বিটলসকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা ব্যান্ড। ১৯৬০ সাল থেকে ১৯৬৯। মাত্র ৯ বছরে ব্যান্ডটি হয়ে উঠেছিল লিরিক, মিউজিক, ইন্সট্রুমেন্টের ব্যবহার এবং সদস্যদের ফ্যাশনেবল লাইফস্টাইলে সেরা একটি ব্যান্ড। ষাটের দশকের তুমুল জনপ্রিয় রক ব্যান্ড বিটলসের জনপ্রিয়তা সমানভাবে ছুঁয়ে গেছে সারা বিশ্বকে। মাত্র ১০ বছরে ভেঙ্গে যায় ব্যান্ডটি। কিন্তু তার জনপ্রিয়তা রয়ে গেছে এ প্রজন্মের মাঝেও।