জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন তারা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা
এর আগে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মোগরখাল এলাকায় টিঅ্যান্ডজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা দেশের ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। টানা ৫৩ ঘণ্টা বন্ধ থাকে এই সড়ক। এতে ওই সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।