জুমবাংলা ডেস্ক: দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে পেঁয়াজ এসেছে আট হাজার মেট্রিক টন। এতে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে ভারতীয় পেঁয়াজের সরবরাহ। গত ছয় দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা।
বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রোববার ভোমরা বন্দর দিয়ে ১১৯ ট্রাকে ২৯৭৫ টন পেঁয়াজ আসে। হিলি বন্দর দিয়ে ৪৯ ট্রাকে ১২২৫ টন ও সোনামসজিদ বন্দর দিয়ে ১৪২ ট্রাকে ৩৫৫০ টন পেঁয়াজ আসে। এ ছাড়া বেনাপোল বন্দর দিয়ে সাত ট্রাকে ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়। একদিনে সাত হাজার নয়শ ২৫ টন পেঁয়াজ আমদানি হয় বাংলাদেশে।
বেনাপোল স্থল বন্দর পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে এসেছে ৩২৫ মেট্রিক টন পেঁয়াজ। ফলে গত ছয় দিন আগে বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে স্থানীয় বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
বিক্রেতারা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে।
প্রায় তিন মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। বেনাপোল বন্দর দিয়ে গত ৫ জুন পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে তিনটি ট্রাকে আসে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ। এর পর ১০ জুন আসে ৭৫ টন। আর ১১ জুন ৭ ট্রাকে আসে ১৭৫ মেট্রিক টন পেঁয়াজ। এসব আমদানি পেঁয়াজ যাচ্ছে ঢাকা-খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।
আমদানিকারক প্রতিনিধি রয়েল হোসেন বলেন, ২০ টাকা কেজি দরে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। সরবরাহ ও আমদানি বাড়লে দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।